Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘যতদিন ফিট, ততদিন হিট’

সাকিব বললেন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

তারুণ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। নানান বিতর্কের সঙ্গী হয়ে হারিয়েছিলেনও নেতৃত্ব। পরিণত বয়সে আবার ফিরে পেয়েছেন অধিনায়কত্ব। ততদিনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সব সংস্করণ খেলতে চান না তার নামে এমন গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিয়েছেন সাকিব।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল বর্তমানে আছে অস্ট্রেলিয়ায়। সেখানেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, যতদিন ফিট থাকবেন ও পারফর্ম করবেন, ততদিন তিনি বাংলাদেশের জার্সিতে খেলে যেতে চান। সাকিবের ভাষ্যমতে, ‘যতদিন ফিট থাকি ও পারফর্ম করি, আমি খেলে যেতে চাই। সত্যি বলতে আমি ক্রিকেট খেলতে চাই, সেটা যে সংস্করণই হোক- টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট আমি অনেক উপভোগ করি। আমি কেবল মাঠে নামতে চাই ও বাংলাদেশের পক্ষে খেলতে চাই।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ যাবৎ বাংলাদেশের পারফর্ম নিয়ে বর্তমান অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর থেকে আমার মনে হয় না আমরা আর এমন কিছু করতে পেরেছি যা বলতে পারব যে বাংলাদেশের পক্ষে আমরা টি-টোয়েন্টিতে কিছু অর্জন করেছি।’
সত্যটা অকপটে স্বীকার করে নিলেও নিজেদের শক্তির জায়গাটি ঠিকই জানিয়ে দিলেন বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে বড় এই বিজ্ঞাপন। জানালেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের জন্য আদর্শ সংস্করণ হলো ওডিআই। এই সংস্করণে আমরা ভালো করছি অন্য সংস্করণগুলোর তুলনায়। টি-টোয়েন্টি আমাদের জন্য এমন একটি সংস্করণ যেখানে আমরা সবসময় ভুগছি এবং প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাচ্ছি না।’ তবে টি-টোয়েন্টির বর্তমান বাংলাদেশ দল নিয়েও আশাবাদী অধিনায়ক, ‘এই দলটি আমাকে আশা দেখাই। এখানে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় আছে। এখন সময় এসেছে আমাদের একটি দল হিসেবে ভালো পারফর্ম করার। আমি আশাবাদী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি ২০ বিশ্বকাপ

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ