মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পূর্ব ইউরোপে প্রায় ৮ হাজার সেনা পাঠাচ্ছে ব্রিটেন। তারা ইউরোপের বিভিন্ন দেশে সামরিক মহড়া চালাবে। এটিকে দেখা হচ্ছে, রাশিয়ার হুমকি মোকাবেলার প্রস্তুতি হিসেবে। স্নায়ু যুদ্ধের পরবর্তী সময়ে এত বেশি সেনা মোতায়েন খুব একটা দেখা যায়নি। ফিনল্যান্ড থেকে নর্থ মেসিডোনিয়া পর্যন্ত বিভিন্ন দেশে ডজনে ডজনে ট্যাংক পাঠিয়েছে ব্রিটেন। এই বৃটিশ সেনারা ন্যাটোর সঙ্গে যুক্ত হয়ে মহড়া চালাবে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বহুদিন ধরেই এই মহড়ার পরিকল্পনা করা হচ্ছিল। তবে ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে এর গুরুত্ব বহুগুন বেড়ে গেছে। লেফটেন্যান্ট জেনারেল রালফ উডিজ বলেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা পালন করে ব্রিটেন। আগামি জুন মাসের মধ্যেই ইউরোপের মূল ভূখণ্ডে বৃটিশ সেনার সংখ্যা ৮ হাজারে পৌছে যাবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, এর আগে ইউরোপের নিরাপত্তা কখনো এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। তাই ন্যাটো ও জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের সঙ্গে যোগ দিয়ে স্নায়ু যুদ্ধের পরবর্তী সময়ের সবথেকে বড় মহড়া চালাবে ব্রিটিশ সেনারা। এরইমধ্যে কুইনস রয়্যাল হুসারসের সেনাদের ফিনল্যান্ডে মোতায়েন করা হয়েছে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের প্রায় ১৪০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। পোল্যান্ডেও মার্কিন সেনাদের সঙ্গে মহড়া করছে ব্রিটিশ সেনারা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, ইউক্রেন যুদ্ধে কেউ হস্তক্ষেপ করলে রাশিয়া বিদ্যুৎগতিতে তার জবাব দেবে। যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনকে সহায়তা করে গেছে ব্রিটেন। ফলে ব্রিটেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা যাচ্ছে। পুতিনের ওই ঘোষণার পরই ইউরোপে সেনা পাঠানোর বিষয়টি জানিয়েছে ব্রিটেন। মে মাসে এস্তোনিয়া ও লাটভিয়ায় ন্যাটোর মহড়ায় যোগ দেবে ব্রিটেন। সেখানে আগে থেকেই ১৮ হাজার সেনা মোতায়েন করেছে ফ্রান্স ও ডেনমার্ক। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।