Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাজের সরকারকে ছয় দিনের আলটিমেটাম ইমরান খানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১১:৫২ এএম

পাকিস্তানে কোনো বিদেশি শক্তির শাসন মেনে নেয়া হবে না। লাহোরে বহুল আলোচিত লং মার্চে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শাহবাজ শরিফের সরকারকে আলটিমেটামও দেন পিটিআই প্রধান ইমরান খান
তিনি বলেন, ছয় দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এই নির্বাচনে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইমরান খান বলেন, আমেরিকার সাহায্য নিয়ে পালাতে হবে শাহবাজ প্রসাশনের অনুসারীদের। লাহোরের পর রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালাসহ বিভিন্ন শহরে সমাবেশের পর এই লংমার্চ ৪ নভেম্বর ইসলাবাদে শেষ হবে।
লংমার্চ ঠেকাতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য। গ্রেফতার করা হয়েছে পিটিআই’র ১৩শ নেতা-কর্মীকে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ