Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেদিন প্যাভিলিয়নে কান্নায় ভেঙে পড়েন শাদাব খান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১০:৩০ এএম

ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও শেষ বলে গিয়ে হেরে যায় পাকিস্তান। একইভাবে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করে শেষ বলে গিয়ে ১ রানে হেরে যায় তারা। জিম্বাবুয়ের বিপক্ষে এমন হার মানতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

হারের পর মাঠ ছাড়ার সময় টানেলে কান্নায় ভেঙে পড়েন শাদাব খান। সেই ভিডিও আজ শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় হাঁটু গেড়ে মাথা নিচু করে হাপুস নয়নে কাঁদছেন শাদাব। সেখান থেকে তাকে অনেক কষ্টে একজন টিম স্টাফ ড্রেসিং রুমের ভেতরে নিয়ে যান।

শাদাবের অবশ্য কান্না করার পেছনে যৌক্তিক কারণ রয়েছে। বল হাতে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৩০ রানের মধ্যে আটকে রাখতে অবদান রাখেন তিনি। এরপর রান তাড়া করতে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে শান মাসুদ ও শাদাব চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়েন। দলীয় ৮৮ রানের মাথায় উড়িয়ে মারতে গিয়ে লং অফ শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন ব্যক্তিগত ১৭ রানে। তিনি আর কিছুক্ষণ থাকতে পারলে দলীয় সংগ্রহে আরও কিছু রান যোগ করা যেত সহজে। তাতে করে হয়তো পরাজয়ের স্বাদ নিতে হতো না পাকিস্তানকে।

সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি ২০ বিশ্বকাপ

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ