বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার আড়াইহাজার উপজেলায় আজ ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা পৌঁনে তিনটার দিকে উপজেলার পাঁচরুখি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেগুনার চালক ফেরদৌস (২৬) ও যাত্রী কুলসুম (৫৫)। নিহত কুলসুম জেলার আড়াইহাজারের বেগপাড়ার লোকমানের স্ত্রী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
কাঁচপুর হাইওয়ে থানার ভুলতা ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, নরসিংদী থেকে ঢাকাগামি ‘রূপসী বাংলা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও লেগুনা দু’টি ছিটকে সড়কের দু’পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কুলসুম নামের লেগুনার এক নারী যাত্রী মারা যান। অপরদিকে, গুরুতর অবস্থায় লেগুনার চালক ফেরদৌসকে রূপগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি জানান, নিহতদের মরদেহ নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।