Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ৮:৪৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপেজলায় তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাসান ওরফে পল্টু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাসান ওরফে পল্টু উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে। সে জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের ভগ্নিপতি। এদিকে এ ঘটনায় তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল পল্টু। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী, উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস মিয়া বৃহস্পতিবার রাতে মালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আজ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে প্রার্থনা করা হয়েছে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারবারি আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ