Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সীমান্তে ৪৯ গরু-মহিষসহ ৩০ চোরাকারবারি আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ৩:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে অবৈধভাবে ভারত হতে গরু পারাপারের সময় বাংলাদেশি ৩০ গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এসময় ৪৭টি গরু ও দুটি মহিষ জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে সীমান্তে টহলে ছিল ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এসময় প্রায় ৪০-৫০ জন চোরাকারবারি ভারত হতে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৩০ জনকে ৪৯টি গরু-মহিষসহ আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় সুবেদার মো. আবদুল মালেক বাদী বৃহস্পতিবার রাতে ৩০ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- সদর উপজেলার সূর্য নারায়ণপুরের শামসুলের ছেলে জুয়েল রানা (২৮), মন্তাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২২), আলতাব হোসেন মেম্বারের ছেলে ওহেদুর রহমান (২৮), আব্দুল হকের ছেলে রুবেল আলী (২০), এজাবুল হকের ছেলে আব্দুল মালেক (৩৬) ও খোকন মিয়া (৩১), মৃত ফরিদ উদ্দীনের ছেলে টুটুল মিয়া (৩৮), মৃত আব্দুস সালামের ছেলে জসিম আলী (২০), সেতাব উদ্দীনের ছেলে মিনারুল ইসলাম (৩০), তাইজুদ্দিনের ছেলে হুসেন আলী (২০), আশরাফুল হকের মানিক মিয়া (২৮), আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (২৮), মৃত আব্দুস সালামের ছেলে কাসেম আলী (৩৪), জহরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৫) ও বাবু (২০), মৃত জালাল উদ্দিনের ছেলে কামাল উদ্দীন (২১), আলাউদ্দিনের ছেলে ওয়াসিম আলী (২০), আবুল কাশেমের ছেলে রেহেমান আলী (৩০), আব্দুল খালেকের ছেলে সাদরুল (৩০), তাইজুদ্দিনের ছেলে তুফানী (৩০), মুকুল হোসেনের ছেলে শরিফ (২৫), কালীনগরের আতাবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকার সোহবুল হকের ছেলে শামসুল হক (৩৫), আমির হোসেনের ছেলে রুহুল আমিন (৩৮), উত্তর উজিরপুরের তোফাজ্জল হক ছেলে রায়হান আলী (২০), চরপাঁকা শ্যামপুরের ইসারুল হকের ছেলে হারুন (২৮), চর লক্ষ্মীপুরের মফিজুল ইসলামের ছেলে আকবর আলী (৩২), চরপাঁকা পোঁড়াপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মুন্টু মিয়া (৪০), মৃত একরামুল হকের ছেলে রুহুল আমিন (৪০), মৃত মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৩৫)। তারা সকলে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। জব্দকৃত গরু ও মহিষ শিবগঞ্জ শুল্ক গুদাম কার্যালয়ে জমা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ