Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে দুই মাদক কারবারি আটক

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১, ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২, কুমিল্লা ক্যাম্পের ১টি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৯৭১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও ৩টা মোবাইল ফোন জব্দ করা হয়। গত বুধবার ভোরে আটককৃতরা হলো আশরাফ মাহমুদ ওরফে আক্কাছ (৩৫) ও মো. রিয়াজ (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামিরা অনেকদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে কুমিল্লা জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে কেনাবেচা করত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ