Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ৮:১৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতের নাম মো. সোহান শিকদার (২৪)। সে ঢাকা জেলার সাভার মডেল থানার আলী আকবর শিকদারের পুত্র।
র‌্যাবের দাবি, সে পুলিশের পোষাক ব্যবহার ও পুলিশ পরিচয়ে ওই এলাকায় চাঁদাবাজি ও প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
আজ শুক্রবার সকালে র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বাসসকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় চাঁদাবাজি করার সময় তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি ট্রাকস্যুট (পুলিশ লেখা), একটি মটর সাইকেল, একটি সোল্ডার লাইট, একটি টর্স লাইট এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহান বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে র‌্যাবকে পরিচয় দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান চাঁদাবাজির সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছ স্বীকার করেছে।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ