Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, মালিক পক্ষের দাবি ক্ষতি শতকোটি

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ৪:০৬ পিএম

নারায়ণগঞ্জে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় (২৮ অক্টোবর) শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় সুলতান গিয়াসউদ্দিন রোডে শারমিন জুট বেলার্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার ফাইটার লিডার সেলিম আহত হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টবর) নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফকরুদ্দিন আহমে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এখানে বিভিন্ন মালিকের পাটের গোডাউন ছিল। বৃহস্পতিবার (২৭ অক্টবর)রাত ২ টা ১৫ মিনিটের সময় শারমিন জুট বেলার্সে আগুন লাগার সংবাদ পাই। আগুন লাগার সাথে সাথেই আমাদের নারায়ণগঞ্জের ফায়ার ইউনিটি তিনটা গাড়ি নিয়ে আগে পৌঁছায়। তখন আগুন বেশি বৃদ্ধি পাওয়ার কারণে হাজীগঞ্জ ও ফতুল্লা ফায়ার সার্ভিস থেকে আরও দুইটা করে চারটা গাড়ি আসে। পরে প্রাথমিক অবস্থায় মোট সাতটা গাড়ি আগুন নিয়ন্ত্রণ আনার কাজ করে। এবং আনুমানিক ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । বর্তমানে আমাদের অগ্নি নির্বাপণ জাহাজ ‘শীতলক্ষা’ কাজ করতেছে। আগুন নিয়ন্ত্রণে আছে আগুন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপাতত নেই

তিনি বলেন, এ মুহূর্তে স্থানীয়দের মধ্যে কোন আহত কিংবা নিহত পাওয়া যায়নি। তবে আমাদের একজন ফায়ার ফাইটার লিডার সেলিম পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি বর্তমানে হসপিটালে আছেন। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। কারণ পুরোপুরি অগ্নি নির্বাপণের পরে আমাদের তদন্ত কমিটি হবে। তারপর আমরা তদন্ত করব এবং আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমন নির্ধারণ করব।

গোডাউনের থাকা শ্রমিকরা জানান, রাতে হঠাৎ চিৎকার শুনে ভাবছিলাম দারোয়ানের সাথে কারো ঝগড়া হচ্ছে। আমার বের হয়ে দেখি আগুন। মূলত সামনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শারমিন জুট বেলার্সের গোডাউনটি চারজন ব্যবসায়ী ভাড়া নিয়ে পাট মজুদ ও রপ্তানি করে।মালিকপক্ষের দাবি, গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ