গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাষ্টের সদস্য হিসেবে অ্যাডভোকেট কাজী রুবায়েতকে পুনর্বহাল করে তাকে প্রেসিডেন্ট পার্কের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট্রের সদস্য (আইন বিষয়ক) পদে থেকে গত ২৮ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।
আজ বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে এরশাদ ট্রাস্টের প্যাডে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ স্বাক্ষরিত ও লিখিত নোটিশের মাধ্যমে তাকে পুনর্বহাল করা হয়। কাজী মামুনুর রশীদের পক্ষে সাংবাদিক কাজী লুৎফুল কবীর গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
কাজী রুবায়েতের কাছে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, বুধবার ২৬ অক্টোবর অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনর্বহাল করে প্রেসিডেন্ট পার্কের তত্ত্বাবধায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।যা অবিলম্বে কার্যকর হয়েছে বলেও জানানো হয়।ট্রাস্টের সদস্য হিসেবে কাজী রুবায়েতের পুনর্বহাল ও প্রেসিডেন্ট পার্কের তত্ত্বাবধায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান সম্পর্কিত চিঠি এরইমধ্যে এরশাদ ট্রাস্টের সব সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।