Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে আটকে পড়া ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৯:৫৬ এএম

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়া ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। দুর্যোগ পরবর্তী দ্রুত সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার মাধ্যমে এসব জেলেদের উদ্ধার করা হয়। ভারতীয় কোস্টগার্ডের এক টুইটার পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরবর্তী স্থান থেকে এয়ারক্রাফটের মাধ্যমে ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। ঝড়ের কারণে ওই জেলেদের নৌকার তলা ফেটে ডুবে যায় এবং তারা সাগরে ভাসছিলো। স্থানটি ভারত-বাংলাদেশ সমুদ্রসীমার নিকটবর্তী।
মঙ্গলবার ভারতীয় কোস্টগার্ডের টুইটার পোস্টে এ তথ্য জানানো হয়েছে। প্রচলিত সমঝোতা চুক্তি অনুযায়ী উদ্ধার হওয়া জেলেদের হস্তান্তর করা হবে বলে টুইটে উল্লেখ করা হয়েছে।
এক তথ্য থেকে জানা যায়, ভারতীয় কোস্ট গার্ড সমুদ্রে আটকে থাকা কোনও জাহাজের সন্ধানের জন্য তার ডর্নিয়ার বিমান চালু করেছিলো। একটি নজরদারি অভিযানের সময়, বিমানটি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্ত লাইনের কাছে, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল (১৬৬ কি.মি) পানিতে ২০ জনকে দেখতে পায়।
তারা ঘূর্ণিঝড়ের কারণে ডুবে যাওয়া নৌকা থেকে ভাসমান এবং ধ্বংসাবশেষে আঁকড়ে ধরেছিল। একটি অনুসন্ধান ও উদ্ধার অপারেশনে, বিমানটি একটি লাইফ র‌্যাফ্টকে পানিতে ফেলে দেয় এবং সমস্ত ব্যক্তিদের জীবিত অবস্থায় জাহাজে তুলে নেয়



 

Show all comments
  • মোঃ আব্দুল আহাদ ২৯ অক্টোবর, ২০২২, ৬:৫৩ এএম says : 0
    আমার মামা কে পাওয়া জাচ্ছে না নওকায় গিয়ে ছিলেন আমার মামার নাম আলামিন
    Total Reply(0) Reply
  • আব্দুল আহাদ ২৯ অক্টোবর, ২০২২, ৬:৫৮ এএম says : 0
    আমার মামার নাম আলামিন আমার মামাকে পাওয়া জাচ্ছে না আম্র মামা নৌকা নিয়া বের হয়েছিল ৩ দিন আগে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ