Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারে বিশ্ব একাদশে খেলবেন আশরাফুল

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : স্পট ফিক্সিংয়ের দায়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন গত সেপ্টেম্বরে। গত পরশু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে করেছেন সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে হারানো ছন্দ ফিরে পাওয়ার স্বপ্ন দেখা আশরাফুল পেয়েছেন আর একটি সুখবর। আগামী ১৮ ডিসেম্বরে কাতারে পাকিস্তাানের শহিদ আফ্রিদির নেতৃত্বে বিশ্ব একাদশের হয়ে খেলবেন তিনি। ওই দলে আশরাফুল ছাড়াও আছেন তার শৈশবের বন্ধু সাবেক টেস্ট ক্রিকেটার এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস বোলার মোহাম্মদ শরীফ।
কাতারের জাতীয় দিবস উপলক্ষে ‘প্রো ইভেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে ১৬ ও ১৮ ডিসেম্বর এই দুটি ম্যাচের নাম দেয়া হয়েছে ‘ন্যাশনাল ডে ক্রিকেট কাপ।’ ১৩ হাজার আসন বিশিষ্ট এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ ২টি। ১৬ ডিসেম্বরের ম্যাচটি হবে টুয়েন্টি-২০, ১৮ ডিসেম্বরে একদিনের ম্যাচ। ২টি ম্যাচেই বিশ্ব একাদশের প্রতিপক্ষ কাতার একাদশ। তবে টুয়েন্টি-২০ ম্যাচে নন, আশরাফুল খেলবেন ৫০ ওভারের ম্যাচ।
বিশ্ব একাদশে আশরাফুলের দলে পাকিস্তানীদের ভিড়। আছেন শহীদ আফ্রিদি, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম। ভারতের ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, লক্ষীপতি বালাজি, বাংলাদেশের মোহাম্মদ শরীফ, নিউজিল্যান্ডের জেরোম টেলর, ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট, ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ইমরান তাহির, শ্রীলংবার পারভেজ মারুফ, চামিন্দা ভাস এবং আফগানিস্তানের নওরোজ মঙ্গল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ