Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের কারখানাগুলোতে কর্মপরিবেশ সন্তোষজনক

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশের কারখানাগুলোতে কর্মপরিবেশ সন্তোষজনক বলেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার। রানা প্লাজা দুর্ঘটনার পর গত তিন বছরে আইএলওর সঙ্গে অংশীদারির ভিত্তিতে দেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ সন্তোষজনক পর্যায়ে এসেছে। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশের পোশাকশিল্পে সামাজিক সংলাপ এবং সুষ্ঠু শিল্প সম্পর্ক প্রচার ও প্রসারবিষয়ক কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে গাই রাইডার এসব কথা বলেন। আইএলওর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক। শ্রম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আইএলওর মৌলিক চুক্তিগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আর পোশাকশিল্পে সামাজিক সংলাপ এই প্রকল্প শিল্প সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তিনি আশা করেন, প্রত্যেকটি কারখানা এর মাধ্যমে উপকৃত হবে। গাই রাইডার বলেন, আইএলও এবং বাংলাদেশের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবছর বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে আইএলওর আরো কর্মপরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশকে আন্তর্জাতিক অংশীদারত্ব আরো বাড়াতে হবে। আইএলও মহাপরিচালক আরো বলেন, এই প্রকল্প সামাজিক সংলাপ এবং গঠনমূলক বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। এছাড়া সামাজিক সংলাপ এবং কর্মস্থলে গঠনমূলক বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে তৈরি পোশাক শিল্প খাতে ধীরে ধীরে বড় পরিসরে বাস্তবায়ন করা হবে। তিনি আশা করেন, এই প্রকল্পের বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া অন্যান্য খাতেও প্রভাব ফেলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশে

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ