Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা করার জন্য তিনদিন সময় পেলেন ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ৭:৩৩ পিএম

নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলায় আদালতে ধাক্কা খেলেন পাকিস্তানের সাবেক প্রাধানমন্ত্রী ইমরান খান। এখনই তার আবেদনে সাড়া দিল না সে দেশের আদালত। যদিও পাকিস্তানের আদালত তাকে তিন দিন সময় দিয়েছে। ওই সময়ের মধ্যে নতুন করে মামলা দায়ের করতে হবে ইমরানকে। এমতাবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশ মতো তিনি পাকিস্তান পার্লামেন্ট থেকে বহিস্কৃত থাকবেন।

সম্পত্তি গোপন এবং বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া ‘উপহার’’বেআইনি ভাবে বিক্রি করার অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। এই কারণে গত শুক্রবার ন্যাশানাল অ্যাসেম্বলি থেকে ইমরানকে বরখাস্তের কথা জানায় পাক নির্বাচন কমিশন। এমনকি আগামী ৫ বছরের জন্য কোনও নির্বাচনে তিনি লড়াই করতে পারবেন না বলেও জানানো হয়।

কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন ক্রিকেটার। দ্রুত শুনানির আর্জি জানান তার আইনজীবী। সোমবার ওই মামলাটি খারিজ করে দেয় আদালত। বিচারপতি অথর মিনাল্লাহ্‌ জানান, ত্রুটিমুক্ত মামলা দায়ের করতে পারেননি ইমরান। তাই তার মামলা এখনই শুনবে না আদালত।

তবে সাবেক প্রধানমন্ত্রীকে পুনরায় নতুন করে মামলা দায়ের করার জন্য তিন দিন সময় দিয়েছে দেশের আদালত। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ