মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৮ অক্টোবরের মধ্যেই ঘোষণা করা হবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম। লিজ ট্রাসের পদত্যাগের পর দলীয় প্রধান নির্বাচনেও তোড়জোড় চালাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। খবর বার্তা সংস্থা এপির।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) মুখ্য আইনপ্রণেতা এবং নির্বাচক কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডি নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানান, সোমবার বেলা ২টা পর্যন্ত মনোনয়ন জমা দেয়ার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। তবে নিজেদের পক্ষে অন্তত ১০০ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করতে হবে।
এখন পর্যন্ত কেউ লড়াইয়ের ঘোষণা দেননি। তবে কনজারভেটিভ প্রধান হওয়ার দৌড়ে সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং হাউস অব কমন্সের লিডার পেনি মরডান্টের নাম শোনা যাচ্ছে। জোরালো আলোচনা- নির্বাচনী প্রক্রিয়ায় ফিরতে পারেন সাবেক সরকার প্রধান বরিস জনসনও।
বৃহস্পতিবার মসনদে বসার ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। স্বীকার করেন- যেই প্রতিশ্রুতির জোরে ক্ষমতায় এসেছিলেন তিনি, সেটি নির্ধারিত সময়ে পূরণ করতে পারেননি। লিজ ট্রাসই সবচেয়ে কম সময় ছিলেন ব্রিটেনের ক্ষমতায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।