নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : পদত্যাগ করেছেন ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) শহিদুল ইসলাম চৌধুরী। এমনকি জরুরী সভায় সাবেক স্বর্ণজয়ী ভারোত্তোলক, আন্তর্জাতিক রেফারি ও ফেডারেশনের সিনিয়র সদস্য মকবুল আহমেদ খানকে সাধারন সম্পাদক মনোনীত করে রেজুলেশনও হয়েছে। কিন্তু সরকারী নির্দেশ চাওয়া হলেও তা আটকে রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। একটি সূত্রে জানা যায়, রেজুলেশন পাশ না হওয়ার পেছনে জাতীয় ক্রীড়া পরিষদের অভ্যন্তরের একটি চক্র কাজ করছে। যারা চায় না বর্তমান কমিটি ভালোভাবে কাজ করুক। যার ফলে ৮ ডিসেম্বর সময় দিয়েও শেষ পর্যন্ত ৩৫তম জাতীয় পুরুষ ও ১২তম জাতীয় মহিলা ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ স্থগিত করতে বাধ্য হন ফেডারেশনের কর্মকর্তারা। তাই শিগগিরই রেজুলেশন পাশ করে ভারোত্তোলনে গতি আনার জন্য ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমারের প্রতি আহŸান জানান ফেডারেশনের কর্তারা। ফলে আটকে গেছে জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপও।
টিভিতে দেখুন
ভারত-ইংল্যান্ড, ৪র্থ টেস্ট (৫ম দিন)
সরাসরি : স্টার স্পোর্টস ১, ৩; সকাল ১০টা
লা লিগা
ভিয়ারিয়াল-অ্যাট.মাদ্রিদ, রাত পৌনে ২টা
সরাসরি : সনি সিক্স
সেরি আ
ফিওরেন্তিনা-সোসুলো, রাত ১২টা
রোমা-এসি মিলান, রাত ২টা
সরাসরি : সনি ইএসপিএন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ড্র
সরাসরি : টেন ২ ও ১ এইচডি, বিকাল ৫টা
জুনিয়র হকি লিগ
কোরিয়া-আর্জেন্টিনা, বেলা আড়াইটা
নেদারল্যান্ডস-মিসর, বিকেল সাড়ে ৪টা
পাকিস্তান-বেলজিয়াম, সন্ধ্যা সাড়ে ৬টা
দ: আফ্রিকা-ভারত, রাত সাড়ে ৮টা
সরাসরি : স্টার স্পোর্টস ৪
এনবিএ : ল্যাকার্স-নিউ ইয়র্ক
সরাসরি : সনি সিক্স, সকাল সাড়ে ৮টা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।