Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ

কালিয়াকৈর(গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ৩:১৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লিবিদ্যুৎ হরিনহাটী এলাকায় বুধবার সকালে পারিবারিক কলহের জের ধরে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘাতক স্বামী রুবেল (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে গাইবান্দা জেলার গোবিন্দপুর থানার ফুলহার মধুপুর গ্রামের আসরাফ উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত স্ত্রী শামসুন্নাহার মামনি (২৫) গাইবান্দা জেলার গোবিন্দপুর থানার ফুলহার মধুপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে। সে হরিনহাটি এলাকায়
জমশের আলীর বাসায় স্বামীর সাথে ভাড়া থেকে স্থানীয় এপেক্স লেঞ্জারী নামক কারখানায় চাকরি করত।

ওই দিন সকালে স্বামী রুবেল ঘরের ভিতর স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে। স্ত্রী 'কে হত্যার পর স্বামী ঘরের ভিতর হতে দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে দরজা খুলে দিলে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বললেন চার ঘন্টা শ্বাস রুদ্ধকর অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ