প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দুই দশক আগে চলচ্চিত্রে অভিনয়ে আরজুমান্দ আরা বকুলের যাত্রা শুরু হয়েছিল। শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। এরপর আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এখনো চলচ্চিত্র অভিনয় চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি নতুন দুটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি। একটির কাজ শুরু হয়েছে। অন্যটির কাজ শিগগিরই শুরু হবে। শুটিং শুরু করেছেন আব্দুল মান্নানের নির্দেশনায় ‘প্রেমের অনেক জ্বালা’ চলচ্চিত্রের। এছাড়া শিগগরিই তিনি শুরু করবেন গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’ চলচ্চিত্রের কাজ। দুটি চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আরজুমান্দ আরা বকুল বলেন, ‘দুটি চলচ্চিত্রেই আমি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। প্রেমের অনেক জ্বালার শুটিং করেছি। বেশ গুছানো ইউনিট। যে কারণে কাজ করেও বেশ ভালো লেগেছে। আর প্রেমের বাঁধনে কাজ করব। তবে এখনো শুটিং সিডিউল দেয়া হয়নি। তিনি বলেন, চলচ্চিত্রে কাজ বেশি বেশি করতে চাই। কিন্তু কিছু কিছু চলচ্চিত্রে কাজের জন্য প্রস্তাব আসলেও তা করতে মন সায় দেয়না। কারণ অভিনেত্রী হিসেবে তা নিজের মধ্যে লালন করতে পারি না।’ এদিকে খালিদ হোসেন স¤্রাটের নির্দেশনায় আরজুমান্দ আরা বকুল শেষ করেছেন ‘নিশ্চুপ ভালোবাসা’ নাটকের কাজ। বকুল অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘পৃথিবী টাকার গোলাম’, ‘সত্য মিথ্যার লড়াই’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘হৃদয় দোলানো প্রেম’ ইত্যাদি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে শাকিব খান অভিনীত ‘বসগিরি’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।