বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কড়া নিরাপত্তায় ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ড ফুলপুরে সকাল ৯টা থেকে বেলা ০২ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে ফলাফলে ফুলপুরে টিউবওয়েল প্রতিক নিয়ে ৫৭ ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ সরকার হাতি প্রতীক নিয়ে পেযেছেন ৪৪ ভোট। এছাড়াও মোহাম্মদ হাবিবুর রহমান মড়ল তালা প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩ ভোট এবং মাদিউর রহমান মাহাদি অটো রিকশা প্রতিক নিয়ে পেয়েছেন ০৯ ভোট।
এছাড়াও ৩ নং ওয়ার্ড ফুলপুর কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকে ইউসুফ খান পাঠান পেয়েছেন ৫৫ ভোট, ঘোড়া প্রতিকে নুরুল ইসলাম রানা পেয়েছেন ৫২ ভোট, চশমা প্রতিকে আমিনুল ইসলাম আমিন পেয়েছেন ৩১ ভোট এবং মোটর সাইকেল প্রতিকে হামিদুল ইসলাম পেয়েছেন ০৭ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য পদে আছমাউল হোছনা শিমুল (দোয়াত কলম) পেয়েছেন ৬৪ ভোট, মনজু আরা বেগম (লাটিম) পেয়েছেন ৩৮ ভোট, মোছাঃ ইসমেতারা (ফুটবল) পেয়েছেন ২৭ ভোট, মোছা. খাদিজা খাতুন (মাইক) পেয়েছেন ০৪ভোট, মর্জিনা খাতুন (টেবিল ঘড়ি) পেয়েছেন ০১ ভোট, মোছা. রানু আরা খাতুন (হরিণ) পেয়েছেন ০৯ ভোট ও মোছা. সুমি (টেলিফোন) পেয়েছেন ০২ ভোট।
জেলা পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ড ফুলপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর ভোট গ্রহণ শেষে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড ফুলপুরে মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার-১১২ জন, মহিলা ভোটার- ৩৪ জন। ৩ নং ওয়ার্ড ফুলপুর কেন্দ্রে উপজেলা পরিষদ হল রুমে সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলেছে। সকাল থেকেই নির্বাচিত উপজেলা ও ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর এবং ইউপি সদস্যগণ কেন্দ্রে এসে লাইন ধরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। কেন্দ্রে পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। সেই সাথে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনকে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ রাখতে কাজ করেছে ফুলপুর থানা পুলিশ, ডিবি পুলিশ ও বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। কড়া নিরাপত্তার় মধ্যে চলেছে ভোট গ্রহণ কার্যক্রম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।