Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাথর নিক্ষেপ করে হত্যার ভয়ে আফগান নারীর আত্মহত্যা

পাথর নিক্ষেপ করে হত্যার ভয়ে আফগান নারীর আত্মহত্যা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ১২:৫৭ পিএম

বাড়ি ছেড়ে পালিয়েছেন। এর জেরে তালেবান তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারেন। এমন ভয়ে আত্মহত্যা করেছেন আফগানিস্তানের ঘোর প্রদেশের এক নারী। স্থানীয় তালেবানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবাহিত লোকের সঙ্গে ওই নারী গত শুক্রবার বাড়ি ছেড়ে পালান। এর জেরে তালেবান কর্তৃপক্ষ ওই নারীকে পাথর নিক্ষেপের পরিকল্পনা করেন। প্রকাশ্যে এমন অপমানের ভয়ে ওই নারী আত্মহত্যা করেছেন।

দেশটির কর্মকর্তারা বলেছেন, ওই নারী যে বিবাহিত লোকের সঙ্গে পালিয়েছেন গত ১৩ অক্টোবর তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ঘোরের তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধানের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুর রহমান বলেন, নারী কয়েদিখানার অভাবে ওই নারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপের শাস্তি আরোপ করা হয়েছিল। তালেবানের নিরাপত্তা কর্মকর্তার মতে, ওই নারী এমন শাস্তি পাওয়ার আগেই গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে নারীদের বাড়ি ছেড়ে পালানোর ঘটনা বেড়েছে। অন্যদিকে তালেবান কর্তৃপক্ষও তাদের প্রকাশ্যে পাথর নিক্ষেপ বা বেত্রাঘাত করতে অঙ্গীকারবদ্ধ।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসায় পর দেশটির নারীদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।



 

Show all comments
  • mahfuj ১৮ অক্টোবর, ২০২২, ১:১০ পিএম says : 0
    তোমার নিন্দায় কিছুই হবেনা
    Total Reply(0) Reply
  • মোঃ শফিকুল ইসলাম ১৭ অক্টোবর, ২০২২, ১:৪৫ পিএম says : 0
    মহিলাদের কয়েদি খানা যখন নাই, তখন তাদের উপর বিধিনিষেধ আরোপ করছে কেন!? আর একজন শাস্তি পাওয়া আসামি কিভাবে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরন করতে পারে!! আমি এর তিব্রনিন্দা জানাচ্ছি
    Total Reply(1) Reply
    • admin ১৭ অক্টোবর, ২০২২, ৫:১৩ পিএম says : 0
      TOMAR NINDA R KI HBE
  • Mahfuz ১৮ অক্টোবর, ২০২২, ১০:৩১ এএম says : 0
    তোমার নিন্দায় কি হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ