মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের উত্তর সীমান্তের কাছে গ্রিসের পুলিশ নগ্ন অবস্থায় ৯২ জন অবৈধ অভিবাসীর একটি দলকে উদ্ধার করেছে। এদের মধ্যে কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গ্রিস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার গ্রিস ও তুরস্কেরসীমান্ত চিহ্নিত ইভ্রোস নদীর কাছে অভিবাসীদের পাওয়া যায়। এরা সবাই পুরুষ। অভিবাসীরা তুরস্ক থেকে রাবারের ডিঙ্গিতে নদী পার হয়ে গ্রিক অঞ্চলে প্রবেশ করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্ত পুলিশ সদস্যরা...বস্ত্রবিহীন ৯২ জন অবৈধ অভিবাসীকে খুঁজে পেয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ কীভাবে এবং কেন পুরুষরা তাদের পোশাক হারিয়েছিল তা স্পষ্ট নয়।
গ্রিক অভিবাসন মন্ত্রী নোটিস মিতারাচি এক টুইটে বলেছেন যে অভিবাসীদের সাথে তুরস্কের আচরণ ‘সভ্যতার জন্য লজ্জাজনক’। এথেন্স আশা করছে আঙ্কারা ঘটনার তদন্ত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।