Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বালানি সঙ্কটে বিপর্যয়ের মুখে ইউরোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৪:৪০ পিএম | আপডেট : ৬:১৪ পিএম, ১৬ অক্টোবর, ২০২২

ইউরোপের অন্যতম দেশ ইতালিতে বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ বেড়েছে। শনিবার লা রিপাব্লিকা সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে নোমিসমা এনার্জিয়ার প্রেসিডেন্ট ডেভিড তাবারেলি এ তথ্য জানিয়েছেন।

‘যে জিনিসগুলি আগে দেখা যায়নি: আমরা শুল্কের প্রায় দ্বিগুণ বৃদ্ধি লক্ষ্য করছি যা বছর থেকে তারিখের একই স্তরে বজায় রাখা হয়েছিল,’ সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বিশেষজ্ঞ বলেছেন।

গ্যাসের দাম আগে প্রতি ঘনমিটারে ০ দশমিক ৭ থেকে ০ দশমিক ৮ ইউরো ছিল, এ বছরের শুরুর দিকে যার দাম বেড়ে ১ দশমিক ৩৭ ইউরো হয়েছে এবং ‘অক্টোবরে ২ দশমিক ৩ ইউরোর ছাড়িয়ে যাচ্ছে,’ তাবারেলি উল্লেখ করেছেন।

‘ইউরোপ এবং ইতালি জ্বালানির প্রচণ্ড সঙ্কট অনুভব করছে যা আগে কখনো দেখা যায়নি,’ বিশেষজ্ঞ যোগ করেছেন। আসন্ন শীতকালে ইতালীয়দের গ্যাস রেশনের জন্য প্রস্তুত থাকতে হবে, তাবারেলি বলেছেন। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ