Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একযুগেও হয়নি রাস্তার সংস্কার

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

এক যুগেরও অধিক সময় ধরে পড়ে আছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নাধীন চাঁরুলিয়া গ্রামের রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন তালবাড়ীয়া বালির ঘাট থেকে বিভিন্ন স্থানে বালি পরিবহন করা হয়। ফলে রাস্তার অবস্থা ক্রমেই নাজুক হচ্ছে। বর্তমানে এই রাস্তার এতটাই বেহাল দশা যে, যাত্রী পরিবহনের যানবাহনগুলো চলাচল করতে পারে না। তাছাড়া রাস্তার পাশে ছোট-বড় পুকুর থাকায় রাস্তা ভেঙ্গে পুকুরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এতে রাস্তা ক্রমেই সংকীর্ণ হয়ে যাচ্ছে। দুর্দশাগ্রস্থ রাস্তা হওয়া সত্ত্বেও এই রাস্তায় অনেক ভারী যানবাহন চলাচল করে। যা বড় রকমের দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা বহন করে। রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন নাগরিক সেবা বিঘ্নিত হয়। এই রাস্তাটি বাংলাদেশের বিখ্যাত নদীসমূহের একটি পদ্মা নদীর নিকটে হওয়ায় অনেক দর্শনার্থীদেরকে বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানের সময় নদীর মুক্ত বাতাসে নিরিবিলি সময় কাটানোর জন্য ভ্রমণে গেলে রাস্তার বেহাল দশার জন্য ভোগান্তির শিকার হতে হয়। আর রাস্তার আশেপাশে বসবাসকারী জনসাধারণের ভোগান্তি তো আরো চরমে। রাস্তাটি অতিরিক্ত ভাঙ্গার কারণে যাত্রী পরিবহনের যানবাহনেরও অনেক ক্ষতি হচ্ছে। ফলে চালকরা এই রাস্তায় যাত্রী পরিবহনে যানবাহনগুলো চালানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করছে। এমতাবস্থায়, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং রোগীসহ অনেকেই তাদের গন্তব্যস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছে। তাই, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু আশ্বাস নয়, বরং রাস্তার বেহাল দশা নিরসনে জরুরি ভিত্তিক পদক্ষেপ নেওয়া হোক।

মেহেদী হাসান বিপ্লব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একযুগেও হয়নি রাস্তার সংস্কার
আরও পড়ুন