Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা প্রযুক্তি নিয়ে বৈশ্বিক প্রচারণা চালাচ্ছেন বাইডেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১১:৫৮ এএম

চীনা সামরিক বাহিনীর দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি মোকাবেলায় একটি আক্রমণাত্মক পরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা। চীন চোরাগোপ্তা ও হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার বিকাশে সুপারকম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে মার্কিন সরকারের সবচেয়ে গোপন বার্তাসমূহ পেতে। চীনের অগ্রগতিকে কীভাবে আটকানো যায় তা নিয়েই কয়েক মাস ধরে মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা আলোচনা করছিলেন।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, তারা একটি পথ দেখছিলেন- বাইডেন প্রশাসন বিশ্ব প্রযুক্তির বাজার ও সরবরাহ চেইনে যুক্তরাষ্ট্রের প্রভাব ব্যবহার করে উন্নত চিপসের বাজার এবং এর উৎপাদনে চীনকে থামানোর চেষ্টা করবে। লক্ষ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সহযোগী দেশগুলোতে সম্ভাব্য হুমকির কারণ চীনা সংস্থাগুলোকে প্রতিযোগীদের থেকে অনেক পেছনে রাখা।
স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত শিল্পের বিরুদ্ধে আমেরিকানরা যা চালিয়েছিল তার চেয়ে এই চেষ্টা কম নয়। এ বছর ইউক্রেনে আক্রমণের শাস্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে। আর অন্যদিকে চীন প্রযুক্তিগত উন্নয়নে বাঁধভাঙ্গা গতি পায়।
ইউক্রেইনে রুশ আক্রমণের পরিপ্রেক্ষিতে বেইজিংয়ের সামরিক পদক্ষেপও তাইওয়ানে চীনা আক্রমণের সম্ভাবনাকে আরও বাস্তব মনে করেন মার্কিন কর্মকর্তারা। গত সপ্তাহে দেশে প্রযুক্তি রপ্তানিতে মার্কিন সরকারের কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ প্রকাশের মাধ্যমে চীনের প্রযুক্তির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ শেষ হয়েছে…এটি মূলত আক্রমণাত্মক একটি পদক্ষেপ যা বিশ্ব বাণিজ্যের মাধ্যমে প্রবল হয়ে উঠবে এবং চীনের বাইরে অন্যান্য সরকার ও কোম্পানিগুলোকে হতাশ করতে পারে।
বুধবার বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের একটি বক্তৃতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের সমালোচনামূলক প্রযুক্তির ব্যাপারে ‘ছোট বাগানের সুউচ্চ বেড়া’ নীতি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, “ভিত্তিমূলক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেই আঙিনার ভেতরে থাকবে এবং সুরক্ষা বেড়া বা প্রাচীর উঁচু বা উন্নত হতে হবে; যাতে আমেরিকা ও সহযোগীদের প্রযুক্তি ব্যবহার করে তাদের সুরক্ষা ব্যুহ দুর্বল করার কাজে যেন না লাগাতে পারে প্রতিদ্বন্দ্বীরা।”
দুই ডজন বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা এবং শিল্প নির্বাহীদের সঙ্গে সাক্ষাত্কারের ভিত্তিতে প্রতিবেদনে উঠে এসেছে প্রেসিডেন্ট বাইডেন এবং তার সহযোগীরা কীভাবে চীনের বিরুদ্ধে বিশ্বব্যাপী একটি নতুন প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই ব্যাপারে আলোচনার জন্য বেশিরভাগই নাম প্রকাশে অনীহা দেখিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ