গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ডেমরা এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে বিদেশী পিস্তলসহ সহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের নাম মো. নুর আলম (৪২)।
শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ
তিনি বলেন, তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল এবং ১ রাউন্ড গুলি, ১ টি মোবাইল এবং নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে রাজধানীর ডেমরা এলাকাসহ আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি সে ডেমরা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ভাড়া দেয়াসহ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে বালুর ব্যবসায় প্রাধান্য বিস্তারে সচেষ্ট ছিল।
লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ আরও জানান, গ্রেপ্তার আসামী তার সন্ত্রাসী কার্যক্রম এবং অস্ত্র ব্যবসার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।