Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় সেনা বাসে ভয়াবহ বোমা হামলা, নিহত ১৮

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১১:৪৬ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বৃহস্পতিবার সামরিক বাহিনীর সদস্য বহনকারী একটি বাসে বোমা হামলায় অন্তত ১৮ সেনা নিহত হয়েছেন। দামেস্কের পাশের একটি গ্রামে ঘটা এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন সেনা সদস্য। বিস্ফোরণে বাসটি পুরোপুরি পুড়ে যায়। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা ও মিডলইস্টমনিটর।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দিকে যাওয়ার মহাসড়কে দামেস্কের আল-সাবোরা এলাকায় বিস্ফোরণটি ঘটে। ধারণা করা হচ্ছে বাসটিতে আগে থেকেই বিস্ফোরক লাগানো ছিল। পরে দূর নিয়ন্ত্রিত ডিভাইস দিয়ে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। আর তাতেই হতাহতের এ ঘটনা ঘটে।

তবে কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি বা প্রকাশ করা হয়নি, কেউ দায় স্বীকার করেনি। সিরিয়ার বাশার আল-আসাদের সরকারও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত কয়েক বছর ধরে দায়েশ এ ধরনের হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। গত জুন মাসে উত্তরাঞ্চলীয় প্রদেশ রাক্কায় একটি বাসে হামলায় ১৩ জন সিরীয় সৈন্য নিহত হয়েছিল। ওই ঘটনায় দায়েশ তাদের দায় স্বীকার করেছিল। এর আগে মে মাসে, উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সামরিক বাসে রকেট হামলায় ১০ সেনা নিহত এবং আরও ৯ জন আহত হয়।
সিরিয়ায় ১১ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। পরে এতে বিদেশি বাহিনীও যুক্ত হয়েছে। এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনারা এবং মিত্র যোদ্ধারা বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে বিশ্লেষকরা বিরোধী যোদ্ধাদের পুনরুত্থানের আশঙ্কা করছেন। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছে এবং লাখ লাখ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।



 

Show all comments
  • hassan ১৪ অক্টোবর, ২০২২, ১১:৫৪ এএম says : 0
    মুসলিম গণহত্যা ক্বারী বাশার আল-আসাদ বর্বর সৈন্য বাহিনীর দেরকে আল্লাহ এভাবেই ধ্বংস করো বাশার আল-আসাদ বর্বর কেউ আল্লাহ তুমি ধ্বংস করে দাও কত লক্ষ লক্ষ অমুসলিমদের কে হত্যা করেছে মুসলিমদের বাড়িঘর হাসপাতাল স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু ধ্বংস করে দিয়েছে কোটির উপর মুসলিমরা আজ বিদেশে তাঁবুর মধ্যে বসবাস করে তার মধ্যেও ইলেকট্রিসিটি নাই পানি নাই গ্যাস নাই কত কষ্ট
    Total Reply(0) Reply
  • রূহুল ১৫ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম says : 0
    মধ্যপ্রাচ্যের আরো সংবাদ পরিবেশনের দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ