নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের নিয়ে আয়োজিত জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপের উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে দৈনিক ইনকিলাব। গতকাল মওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়ামে দৈনিক সংবাদকে ৪৬ রানে হারিয়েছে দৈনিক ইনকিলাব। দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচের টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে ইনকিলাব। সর্বোচ্চ ৭২ রান করেন ফারুক। এছাড়া ২৮ রান আসে সোহেলের ব্যাট থেকে। জবাবে ২ উইকেট হারিয়ে ৮১ রানে থামে সংবাদের ইনিংস। ম্যাচসেরা হন ইনকিলাবের ফারুক।
দিনে অন্যান্য ম্যাচে জয় পেয়েছে ৭১ টেলিভিশন, যমুনা টেলিভিশন, দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক বণিক বার্তা, খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও ম্যাচ ফি তুলে দেন জাগোনিউজ২৪.কমের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল-প্রাণ) হেড অব মার্কেটিং অরুনাংশ ঘোষ, বঙ্গ বেকার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. জাকারিয়া জুলফিকার, ডিএসইসির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষ এ কে এম ওবায়দুর রহমান প্রমুখ।
কোমল পানীয় ব্রেভার এবং বিস্ক ক্লাবের সৌজন্যে আয়োজিত জমজমাট এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩২টি মিডিয়া হাউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।