Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কারখানা খোলার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১১:৩১ এএম

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে এবং শ্রমিকদের না জানিয়ে কারখানা বিক্রির প্রতিবাদে একটি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত আশুলিয়ার সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের আউকপাড়া এলাকায় ডাইনাস্টি সোয়েটার বিডি লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানায়, ওই কারখানায় দীর্ঘদিন ধরে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করে আসছিলেন। গত সোমবার (১০ অক্টোবর) হঠাৎ শ্রমিকরা জানতে পারে কারখানা বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা একেক সময় একেক কথা বলেন। কখনো বলেন কারখানা বিক্রি করা হয়নি। আবার আরেকবার বলেন কারখানার অর্ধেক বিক্রি করা হয়েছে। এসব কথা শুনে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার (১২ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সমাধান দেবেন বলে জানান। কিন্তু আজ কারখানার গেটে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কারখানার শ্রমিক আল-আমীন বলেন, কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে কারখানা বিক্রি করে দিয়েছেন। আমাদের আইনগত পাওনাদি না দেওয়ার জন্য তারা কারখানা বিক্রির খবর গোপন করেছেন। কোনো কর্মকর্তা বলছেন কারখানা বিক্রি হয়েছে। কেউ বলছেন হয় নি। আবার কেউ বলছেন অর্ধেক বিক্রি করা হয়েছে। আমরা অনিশ্চয়তায় ভুগছি।

একই কারখানার শ্রমিক সালমা বলেন, আমি প্রায় ৫ বছর ধরে চাকরি করছি। কারখানা বিক্রি করলে আমাদের পাওনাদি বুঝিয়ে দিয়ে বিক্রি করতে হবে। আমাদের পাওনাদি না দিয়ে কোন রকম সিদ্ধান্ত না জানিয়ে কারখানা কতৃপক্ষ কারখানা বিক্রি করেছেন। আমরা প্রতিবাদ করলে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার সাফিউজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি ক্ষুদে বার্তা পাঠানো হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিল্পপুলিশ-১ এর উপ-পরিদর্শক মো. রাশেদ ঢাকা মেইলকে বলেন, শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিসহ কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তাদের ভাষ্য তারা কারখানা বিক্রি করেন নি। কারখানা চালাতে না পেরে অংশীদার নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে আমরা নিশ্চিত কিছু বলতে পারবো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ