নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে দুই স্বর্ণজয়ী বাংলাদেশের তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। তবে তার পছন্দ ৬৪ কেজি ওজন শ্রেনী হলেও, বুধবার বাহরাইনের মানামাতে তিনি খেলেছেন ৭১ কেজি ওজন শ্রেনীতে। এই ইভেন্টের ‘বি’ গ্রুপে পাঁচজন প্রতিযোগির মধ্যে দ্বিতীয় হয়েছেন দেশের ভারোত্তোলনের পোস্টার গার্ল সীমান্ত। খেলতে নেমে তিনি ¯œ্যাচে ৭৯ কেজি তুলে দ্বিতীয় এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৪ কেজি ভার তুলেন। সব মিলিয়ে ৮৩ কেজি ভার তুলে পাঁচজনের মধ্যে দ্বিতীয় স্থান পান সীমান্ত। এতেই ২০২৪ সালে ফ্রান্সে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিক গেমসে খেলার সম্ভাবনা জেগে উঠেছে তার। এ বিষয়ে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এখনো ‘এ’ গ্রুপের খেলা বাকি রয়েছে। এরপর র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্যারিস অলিম্পিকের জন্য কোটা নির্ধারণ করা হবে। আশাকরি মাবিয়া সেই সুযোগ পেয়ে যাবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।