Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেট বাড়ানো প্রয়োজন

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বড়ভিটা ইউনিয়ন একটি দরিদ্র ও নদী ভাঙ্গন এলাকা হিসেবে পরিচিত। পরিস্থিতি মোকাবিলায় সরকারি ত্রাণ তহবিল থেকে যে পরিমাণ রেশন কার্ড, মাথা কার্ড, ভিজিডি কার্ডসহ বিভিন্ন ধরনের রি-সিলিভ কার্ড ইউপি চেয়ারম্যানের হাতে আসে তা দিয়ে জনগণের চাহিদা মেটানো সম্ভব হয় না। তাছাড়া কম সংখ্যক সরকারি তহবিল শতকরা ৯০ ভাগ লোকের মাঝে বণ্টন করে দারিদ্র্য বিমোচন করাও সম্ভব হয় না। উল্টো এসব কার্ড বণ্টন করতে গিয়ে ইউনিয়ন পরিষদকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। এ ব্যাপারে সরকারের উচিত উক্ত ইউনিয়নবাসীকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করতে যথাযথ উদ্যোগ নিতে হবে। সুতরাং জনস্বার্থের কথা বিবেচনা করে উক্ত ইউনিয়ন পরিষদের দরিদ্র জনগণের জন্য প্রয়োজনীয় চাহিদার ভিত্তিতে সরকারি তহবিল বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ হাফিজুর রহমান
শাহবাজার, ফুলবাড়ী, কুড়িগ্রাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট বাড়ানো প্রয়োজন

১৩ অক্টোবর, ২০২২
আরও পড়ুন