Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে ফের প্রতিপক্ষ নেতাকে মারধর করল ছাত্রলীগ

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আজিজুল হক ও আইনবিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ মারজানকে মারধর করেছে ছাত্রলীগের একাংশ। আহতদের অভিযোগ চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর নির্দেশে এ হামলা চালানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সুমন ও মারজান রহস্যজনকভাবে মৃত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী ও বগিভিত্তিক সংগঠন বাংলার মুখের অনুসারী। তারা বিকালে নগরীর ২নং গেইট এলাকায় কেন্দ্র থেকে আসা ছাত্রলীগ নেতাদের সাথে দেখা করতে যায়। এ সময় সভাপতি গ্রুপের কর্মীরা তাদের দেখে ক্ষিপ্ত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হয়। কিন্তু নেতাদের সাথে দেখা হবার পর মোটর সাইকেলে করে ফেরার পথে ২নং গেইট এলাকায় রাস্তায় ট্রাফিক জ্যামে আটকা পড়লে কয়েকজন ছাত্রলীগ কর্মী এলোপাথারি মারধর শুরু করে তাদের। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি ও বাংলার মুখের নেতা মোঃ মামুন বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি টিপুর প্রত্যক্ষ নির্দেশে আমার কর্মীদের ওপর হামলা চালনো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে মোঃ আলমগীর টিপুকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুই ছাত্রকে ২নং গেইট এলাকায় মারধর করা হলে আশপাশের বেশ কয়েকজন তাদের উদ্ধার করে মেডিকেল দিয়ে আসে। কে বা কারা তাদের মারধর করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শাটলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে ২১ নেতাকর্মী আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ