বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজার উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কের পাল্লারাস্তা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৮টায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সরকারী সফর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাফিজ (১৮)। সে রুপগঞ্জের মিয়া বাড়ী এলাকার নাইমের ছেলে। অপরজন অজ্ঞাত নামা (৫০) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নারায়ণগঞ্জ থেকে বন্ধন পরিবহনের একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
অপর এক মহিলা যাত্রীকে গুরুতর আহত অবস্থায় আকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ গুলো হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।
ঘাতক বাসটি আটক করে কাচঁপুর হাওয়ে থানা পুলিশ নিয়ে গেছে। বাসের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।