Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৯:৩৬ এএম

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ১৩ জন গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।


মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য মো. পারভেজ (২৫), মো. জসিম (২২), মো. আরিফুল ইসলাম (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. বাদশা চৌকিদার (৩০), মো. জাহিদুল হাসান হৃদয় (২১), মো. মিলন (২৮), মো. মোজ্জাম্মেল হক (৪৫), মো. মারুফ (৩৫), মো. আরিফ হোসেন (১৮), মো. সোহেল (৩০), মোঃ সাকিব (১৮) ও মো. আকাশকে (২৫) গ্রেপ্তার করে র‍্যাব-৩।


বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।


র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামীরা তাদের ছিনতাই করার বিষয়টি স্বীকার করে এবং তারা নিয়মিতভাবে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকায় ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল।


লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে হতে ১ টি এন্টিকাটার, ৫ টি ব্লেড, ৫ টি চাকু, ১ টি সুইচ গিয়ার, ১ টি কেঁচি, ১ টি মোবাইলফোন এবং নগদ ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

এসব ছিনতাইকারীদের বিরুদ্ধে র‌্যাব-৩ এর সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ