বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ মহিলা দলের সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ বলেছেন, ভোটার বিহিন সরকার, স্বৈরাচারি সরকার শেখ হাসিনাকে আর একদিনও সময় দেওয়া হবে না।
সুলতানা আহম্মেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র হাইকমান্ডের নির্দেশে অচিরেই বৃহৎ আন্দোলনে যাবে সেখানে মহিলা দল তাদের অঙ্গ হিসেবে রাজপথে থেকে কাজ করবে। বিনা ভোটের সরকারকে আমরা চাই না।
গত রবিবার ( ০৯ ) অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি নাজরীন রহমান, সাধারন সম্পাদক নাছরিন আলম, ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন অর্পনের সভাপতি বিথিকা বিনতে হোসাইন, রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ন আহব্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, স্বেচা সেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছলেন।
পরে গত ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেইসবুকে ) প্রধানমন্ত্রি শেখ হাসিনাও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ন বক্তব্যে কারনে রাজবাড়ী থানায় একটি মামলায় গ্রেপ্তারকৃত জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির বাসায় যান নেতাকর্মীরা। এ সময় তার পরিবারকে আইনি সহায়তা ও তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।