Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিম ওসমান সেতুর উদ্বোধনকে ঘিরে বন্দরবাসীর উৎসবের আমেজ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ৬:২৯ পিএম

আগামী সোমবার বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন হবে। সেতুটির উদ্বোধনকে ঘিরে বন্দরবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনীয় অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ নির্মাণ করা হয়েছে নদীর পূর্ব তীরে।
সরেজমিনে বন্দরের অংশে গিয়ে দেখা গেছে, নদীতে উঠার পথেই বিশাল সভার স্থল। সেখানে তৈরি করা হচ্ছে মঞ্চ। জনসভাস্থলসহ সেতুর রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে পুরোদমে। সেখানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।
গত ৮ অক্টোবর সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতু পরিদর্শন করেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্পের অনুমোদন হয়। সে সময় সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩৭৭ কোটি টাকা। তখন বলা হয়, এ সেতুর জন্য সৌদি উন্নয়ন তহবিলের (এসএফডি) ঋণ দেবে ৩১২ কোটি টাকা, বাকি টাকা সরকারের। ২০১৩ সালের মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সেতুটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু এই প্রকল্পে পরামর্শক ও ঠিকাদার নিয়োগ দিতেই লেগে যায় সাত বছর। এ কারণে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়াতে হয়েছে।
কিভাবে হবে উদ্বোধন
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টায় সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। দুপুর ১২টায় ভার্চুয়াল সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চলনায় প্রকল্প বিষয়ে উপস্থাপন করবেন সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
এরপর প্রকল্পের উপর দুপুর ১২টায় ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর দুপুর ১২টা ২৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু। এরপর মোনাজাত।
সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সভায় মতবিনিময় হবে। সেখানে সংযুক্ত থাকতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুরো অনুষ্ঠান দেখতে পাবেন নদীর পূর্ব তীরের বাসিন্দারা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু সোমবার উদ্বোধন হতে যাচ্ছে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আজকে বিকাল ৩টায় আবারও সেতুর পুরো কার্যক্রম দেখতে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন।
সেতুতে টোল কত হবে
বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুর টোল রিকশা-ভ্যান, বাই সাইকেল ও ঠেলাগাড়ির জন্য ৫টাকা, মোটরসাইকেল ১৫ টাকা, কার/টেম্পোর টোল ধরা হয়েছে ২৫ টাকা, সিডানকার ৬৫ টাকা, পিক-আপ ১০০ টাকা, মাইক্রোবাস ১০০, মিনিবাস ১২৫, পাওয়ার টিলার বা ট্রাক্টার ১৫০, মিনি ট্রাক ১৯০, বড় বাস ২২৫, মিডিয়াম ট্রাক ২৫০, হেভী ট্রাক ৫০০ ও ট্রেইলার (ভারী যন্ত্রপাতি বা কন্টেইনার পরিবহনে সক্ষম) পরিবহনকে ৬২৫ টাকা টোল দিতে হবে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, আগামী ১১ অক্টোবর থেকে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু ব্যবহারকারীদের জন্য নির্ধারিত টোল কার্যক্রর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ