বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় নামক স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৯) ও ব্যবসায়ী ইসতিয়াক আহমেদ আশিক(২৭) নামের দুই জন নিহত হয়েছেন। শনিবার সন্ধা আনুমানিক ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে আরিফুর রহমান (২৭) কে। নিহত সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন পরিবার ও সহকর্মীরা।
জানা যায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে তিনজন পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলো। ইশ্বরদির মুন্নার মোড় নামক স্থানে পৌছালে বিপরিত মুখ থেকে আসা ফরিদপুর থেকে রাজশাহী গামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইসতিয়াক আহমেদ নিহত হন। পরবর্তীতে রাজশাহী নেওয়ার পথে বনপাড়া এলাকায় পৌছালে এম্বুলেন্সের মধ্যেই ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিনের মৃত্যু হয়। অপর ব্যক্তি আরিফুর রহমানকে রাজশাহী নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।