বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে। অপর দিকে ভোরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ও ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনী এলাকায় ও মির্জাপুর ট্রেন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন চন্দ্র বর্মণ (২৫) কুড়িগ্রাম জেলার কালিরবাগ এলাকার ফুলবাবুর ছেলে ও টাঙ্গাইল জেলার বিবেক (২০) ।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পিংকী পরিবহনের যাত্রীবাহি একটি বাস মহাসড়কের কুরনী এলাকায় বালুভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির একটি পাশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ১১ জন। পরে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে একজনের মৃত্যু হয়। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) ভোর রাতে মির্জাপুর পৌর এলাকার ত্রিমোহন জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কমলা রানী ওই এলাকার মোহন বাসী রাজবংশীর স্ত্রী। তিনি প্রতিদিন রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।
জানা গেছে, কমলা রানী ও তার স্বামী ওই এলাকায় অন্যের বাড়িতে থাকেন। কমলা রানী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেললাইন ধরে হেঁটে হেঁটে মানুষের ফেলে দেওয়া বর্জ্য টোকাতেন। প্রতিদিনের মত শুক্রবার ভোরেও ঘুম থেকে উঠে রেললাইন ধরে হাঁটতে ছিলেন কমলা রানী। এসময় অজ্ঞাত এক ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ নিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।