মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া তার পূর্ব উপক‚ল অভিমুখে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। কোরিয় উপদ্বীপে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করার পর উত্তর কোরিয়া এই তৎপরতা চালালো। গত ১৩ দিনে এ নিয়ে উত্তর কোরিয়া ছয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়া মূলত জাপান অভিমুখে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন চিফস অফ স্টাফ এবং জাপান সরকার এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন সরকার কোরিয় উপর দ্বীপে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগান এবং সহযোগী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। এছাড়া, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার আগে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। অবশ্য ওই ক্ষেপণাস্ত্র মহড়ায় দক্ষিণ কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার ক্ষেপণাস্ত্র মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের রিহার্সেল বলে বিবেচনা করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিরক্ত হয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কাশিদা বলেছেন, এটি কোনভাবেই গ্রহণযোগ্য এবং মেনে নেয়ার মতো বিষয় নয়। গত মঙ্গলবার উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চলতি বছর ৩২টির বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক মিসাইল। উত্তর কোরিয়া সবশেষ পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে ২০১৭ সালে। পুঙ্গেরি নামের একটি জায়গায় এই পরীক্ষাটি চালানো হয় এবং তাতে ১০০ থেকে ৩৭০ কিলোটন শক্তি তৈরি হয়েছিল। একটি ১০০ কিলোটনের বোমা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমার চেয়ে ছয়গুণ বেশি শক্তিশালী। উত্তর কোরিয়া দাবি করে এটি তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার অস্ত্র যা সব ধরনের পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী। পুঙ্গেরিতে মাটির নিচে ছয়টি পরমাণু পরীক্ষা চালানো হয়। তবে ২০১৮ সালে উত্তর কোরিয়া এই পরীক্ষা-স্থলটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। এর কারণ হিসেবে দেশটি বলেছিল যে তাদের পরমাণু সক্ষমতা যাচাই করা হয়ে গেছে। সেসময় ওই স্থানের ভ‚গর্ভস্থ কিছু টানেলও বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে উড়িয়ে দেওয়া হয়। তবে ওই স্থানটি পরমাণু পরীক্ষার জন্য আর ব্যবহার করার পর্যায়ে আছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য উত্তর কোরিয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সেখানে আমন্ত্রণ জানায়নি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।