Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ দিনে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:৩১ পিএম

আজ বৃহস্পতিবার আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি। দক্ষিণ কোরিয়া ও জাপান এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

জাপান সাগর অভিমুখে পিয়ংইয়ংয়ের দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
আজ স্থানীয় সময় সকাল ৬টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং।
এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে জাপানের ওপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ