Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জ ঘুরে ঢাকায় ফিরলো বিপিএল

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (জেবি বিপিএল) আবারো ঢাকায় ফিরেছে। গোপালগঞ্জ পর্ব শেষে আজ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে গড়াচ্ছে লিগের ১৯তম রাউন্ড। উদ্বোধনী দিন বিকাল সাড়ে ৩টায় দিনের প্রথম ম্যাচে মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ও তারুণ্যের অহংকার খ্যাত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। একই মাঠে সন্ধ্যা সোয়া ৬টায় দ্বিতীয় ম্যাচে চারবারের লিগ চ্যাম্পিায়ন ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ গত আসরের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্র। শিরোপা লড়াইয়ে এখন পর্যন্ত সবার আগে রয়েছে ঢাকা আবাহনীই। যদিও লিগের প্রথম লেগে তারা পিছিয়ে ছিল। কিন্তু এখন লিগের পঞ্চম শিরোপা জয়ের পথে এককভাবেই এগিয়ে আছে ঢাকা আবাহনী লিমিটেড। তাদের বাকি আর মাত্র চারটি ম্যাচ। শিরোপা ঘরে তুলতে প্রয়োজন সাত পয়েন্ট। অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিততে মুখিয়ে রয়েছে চট্টগ্রাম আবাহনী। যদিও তারা ঢাকার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে। তবে শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে তাদেরও।
প্রথম লেগে শিরোপা দৌঁড়ে এগিয়ে ছিল শেখ জামাল। কিন্তু দ্বিতীয় লেগে এসে হোঁচট খেয়েছে তারা। এ পর্বে সাত ম্যাচ খেলে তিন জয়, তিন হার ও একটি ম্যাচে ড্র করেছে শেখ জামাল। দ্বিতীয় লেগে তারা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারিয়েছে। হেরেছে আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ এমএফএস এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। অবশ্য জয় পেয়েছে পয়েন্ট টেবিলের তালানীর দুই দল উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী ছাড়াও শক্তিশালী চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও। কিন্তু টিম বিজেএমসির সঙ্গে ড্র করে নিজেদের নামের প্রতি অবিচার করেছে শেখ জামাল। মুলত দ্বিতীয় লেগের তিন ম্যাচ হেরেই শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচ শেষে যেখানে তালিকার শীর্ষে থাকা ঢাকা আবাহনীর সংগ্রহ ৪২ পয়েন্ট, সেখানে সমান ম্যাচে শেখ জামালের অর্জন ২৯ পয়েন্ট। ঢাকা আবাহনীর চেয়ে ১১ পয়েন্ট পেছনে তারা। আজ ব্রাদার্সকে হারাতে পারলে জামালের সংগ্রহ কিছুটা সমৃদ্ধ হবে মাত্র। কিন্তু হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে।
এবারের লিগে সবচেয়ে বড় বাজেটের দল চট্টগ্রাম আবাহনী। তবে ১৮ ম্যাচে শেষে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে তারা। লিগে বাকি আর মাত্র চার রাউন্ডের খেলা। অর্থাৎ প্রতিটি দল খেলবে মাত্র চারটি করে ম্যাচ। এ চার ম্যাচ শেষ হওয়ার আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে ঢাকা বা চট্টগ্রাম আবাহনীর মধ্যে যে কোন এক দলের। শিরোপার দৌড়ে ঢাকার চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে চট্টগ্রাম আবাহনী। তবে বাকি চার ম্যাচে চিত্রটা বদলেও যেতে পারে। তবে এক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থা ঢাকা আবাহনীর। তার এখন পর্যন্ত অপরাজিত। পয়েন্ট শূন্য হয়ে মলিন মূখ নিয়ে এখনো মাঠ ছাড়েনি জর্জ কোটানের শিষ্যরা। আজ সেই আবাহনীকেই মোকাবেলা করবে অন্যতম বিগ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়াচক্র। যাদের নামটাও থাকার কথা ছিলো শিরোপা রেসেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অবনমনের শংকা এড়িয়ে অষ্টম স্থানে উঠে এসে কোনােমতে হাফ ছেড়ে বেঁচেছে তারা। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। তবে শেখ রাসেলকে কিন্তু খাটো করে দেখবার অবকাশ নেই। দ্বিতীয় লেগে এসে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে বড় বাজেটের এ দলটি। গেল ছয় ম্যাচের একটিতেও হারেনি তারা। তাই আজ মাঠে সাবধানেই পা ফেলতে হবে লিগ শিরোপার অন্যতম দাবীদার ঢাকা আবাহনীকে।
অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকলেও ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে থাকা ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজ তাদের লড়াইটা অনেকটা প্রেস্টিজের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ