বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম, শুয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মনিন্দ্র নাথ হালদার, হিরন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, রামশীল ইউপি চেয়ারম্যান খোকন বালা, কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক লিলা দাস, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ প্রষাদ মজুমদার প্রমুখ। এসময় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে উপজেলার ১১ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সকল ধর্মের লোকের অংশ গ্রহণে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথক সমাবেশে বক্তারা বলেন বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। এরই মাঝে একটি মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। এ জন্য সকলের সজাগ থেকে সকল ধর্মের সহবস্থান নিশ্চিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।