বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীতে একটি জীপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর কাদিখোল নামক স্থানে ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী শহরের সবুপাড়ার মৃত শেখ আব্দুস সত্তারের ছেলে আহমেদ শহিদুল কবির (৫২) ও থানাপাড়ার অ্যাডভোকেট আব্দুল হাকিমের ছেলে ইমাম সেবগাতুন নূর আলরাজী বাবু (৪৪)।
এলাকাবাসী ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস সূত্রমতে, সন্ধ্যা সড়ে ৬টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় মোটরসাইকেলটি সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে আসছিল। এ সময় বিপরীত দিক নীলফামারী থেকে সৈয়দপুরগামী জীপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেলের দুই আরোহী। ঘটনার পর জীপ গাড়িসহ (ঢাকা মেট্রো-ঘ ১৮-৫৭১৫) চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর হাটের কাছে উপস্থিত লোকজন জীপটিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার সহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাড়িটির মালিকের অনুসন্ধান চলছে বলে জানান। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।