Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৮

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

 সিরাজগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের সাথে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮ জন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, নাটোর জেলার বনপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন, তার স্ত্রী পান্না খাতুন, মাইক্রোবাস চালক সেলিম ও মানিকগঞ্জ জেলার রফিকুল ইসলাম। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে বিয়ের বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস নাটোর জেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। সিরাজগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের সাথে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮ জন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, নাটোর জেলার বনপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন, তার স্ত্রী পান্না খাতুন, মাইক্রোবাস চালক সেলিম ও মানিকগঞ্জ জেলার রফিকুল ইসলাম। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে বিয়ের বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস নাটোর জেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ