Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

নাটোর জেলা পরিষদ নির্বাচন : জামিলকে প্রতীক বরাদ্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নাটোর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জামিল হোসেন মিলনকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্স যে সিদ্ধান্ত দিয়েছিলেন তা স্থগিত করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মো. বশির উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট মো. আরিফ হোসেন।

অ্যাডভোকেট মো. আরিফ হোসেন বলেন, জেলা পরিষদে ঠিকাদার হিসেবে তালিকাভুক্ত থাকার কারণে গত ১৮ সেপ্টেম্বর জামিল হোসেন মিলনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ২১ সেপ্টেম্বর নির্বাচনের আপিল কর্তৃপক্ষ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এর বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর রিট করেন জামিল।

গত ২৬ সেপ্টেম্বর নাটোর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান খান পেয়েছেন চশমা প্রতীক। অপরদিকে জাতীয় পার্টির (জিএম কাদের) ড. নুরন্নবী মৃধা পেয়েছেন ঘোড়া প্রতীক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ