Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রমোদতরী কিনতে ব্যস্ত ধনীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

এই মুহ‚র্তে বিশ্বকে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে হচ্ছে । ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংঘাতের আভা দিগন্তে উঁকি দিচ্ছে, জ্বালানির দাম কোটি কোটি মানুষের জীবনে নাভিশ্বাস তুলেছে এবং করোনা মহামারি একরকম দীর্ঘস্থায়ী হয়ে চেপে বসেছে। অথচ এই সময়ে ভ‚মধ্যসাগরীয় ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র মোনাকোতের চিত্র সম্প‚র্ণ বিপরীত। বিলাসবহুল প্রমোদতরী কিনতে দেশটিতে ভিড় জমিয়েছেন শীর্ষ ধনী ও তাদের প্রতিনিধিরা। চলতি সপ্তাহে মোনাকোর বার্ষিক প্রমোদতরী শো-এ অংশ নিতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সুপার ইয়ট নিয়ে হাজির হয়েছে। প্রতি বছর স্বাভাবিক সময়ে প্রায় ৩০ হাজার মানুষ এইক্ষুদ্র ভ‚মধ্যসাগরীয় দেশটিতে জড়ো হন বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল সুপারইয়াটগুলো দেখতে। মোনাকোর পোর্ট হারকিউলে আয়োজিত প্রদর্শনীতে বিলাসবহুল জাহাজের মধ্যে প্রায় ১১৮টি সুপারইয়ট ছিল। এগুলোর মধ্যে ৪০টি ছিল একেবারেই নতুন,যার মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় সুপারইয়ট এএইচপিও ছিল। এটি ১১৫ দশমিক ১ মিটার দীর্ঘ। মোনাকো ইয়ট শো-এর যোগাযোগ ও মিডিয়ার প্রধান জোহান পিজারডিনি শুক্রবার প্রদর্শনীর শেষ দিনে সিএনএনকে বলেছেন, ‘সবগুলো জাহাজই এখানে আছে।’ তিনি জানান, বিশ্বব্যাপী মহামারীর ফলে সম্ভাব্য সুপারইয়াট ক্রেতাদের মনোভাবেও পরিবর্তন এসেছে। পিজারডিনি বলেন, ‘আমরা একটি অস্বস্তিকর সময় দেখেছি যখন সম্ভাব্য ক্রেতারা মাস বা বছর ধরে একটি ইয়ট ভাড়া বা কিনতে ইতস্তত করছিল। এখন তারাই বলছে, অনিশ্চয়তার এই সময়ে, আমাকে জীবন উপভোগ করতে হবে।’ সুপার ইয়েচিট টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ