Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রমোদতরীর ভেতরেই সৈকত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

যাত্রীদের বিনোদনের জন্য কোনও প্রমোদতরী বা বিলাসবহুল জাহাজে কী কী সুবিধা থাকতে পারে? সুইমিং পুল, বাগান, পানশালা, রেস্তোরাঁ, রাজকীয় স্যুট, হেলিপ্যাড আর... ভাবছেন আর কী থাকতে পারে? যদি বলি যাত্রীদের বিনোদনের জন্য জাহাজে একটা আস্ত সৈকতও রয়েছে। এখন কিছুই আর অসম্ভব নয়। নরওয়ের বিখ্যাত ইন্টিরিয়র ডিজাইন সংস্থা ‘হেরেড ডিজাইন’-এর তৈরি প্রমোদতরীটির নাম ১০৮এম । এটি একটি বিলাশবহুল জাহাজ। লম্বায় ১০৮ মিটার (প্রায় ৩৫৪ ফুট)। এতে কৃত্তিম সৈকত রয়েছে। এই সৈকতের সঙ্গে যে কোনও সাধারণ সমুদ্র সৈকতের সাথে এর পার্থক্য হল, এটি মাঝ সমুদ্রে একটি ভাসমান সৈকত। এই সৈকত তৈরি করার জন্য জাহাজের পেছন দিকটা নিচু করে সমুদ্রের পানি সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই প্রমোদতরীতে বিনোদনে শক্তি যোগাবে ৩০০০ বর্গফুটের সোলার প্যানেল। এর দোতলায় রয়েছে একটি খোলামেলা সাজানো বাগান, একটি সুইমিং পুল। এ ছাড়াও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য কাঁচে মোড়া বিশাল মাপের একটি হল ঘর, যেখানে রয়েছে পানশালা, রেস্তোরাঁর মতো একাধিক আয়োজন। রয়েছে একটি হেলিপ্যাডও। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রমোদতরীর ভেতরেই সৈকত

১৬ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ