Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবে সব সময়ই সংস্কার হচ্ছে - স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ৫:৪৮ পিএম | আপডেট : ৭:৩৯ পিএম, ২ অক্টোবর, ২০২২

র‌্যাবে সব সময়ই সংস্কার হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। যেটাই প্রয়োজন হচ্ছে, সেটাই করা হচ্ছে। রোববার একটি হোটেলে অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল শনিবার র‌্যাব সংস্কার করার প্রশ্নই ওঠে না উল্লেখ করে বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালকের বক্তব্যের এক দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বললেন।


গতকাল শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। কারণ, আমরা এমন কোনো কাজ করছি না, যাতে র‌্যাবকে সংস্কার করতে হবে।


র‌্যাব ডিজি এ বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, সংস্কারের (র‌্যাব সংস্কার) যে কথা বলছেন, আমরা সব সময় সংস্কার করছি। সব সময় আধুনিকায়ন করছি। যেটাই প্রয়োজন হচ্ছে, সেটাই করছি।


গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক অনুষ্ঠানে বলেন, জবাবদিহির আওতায় না আসা পর্যন্ত র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞাগুলো শাস্তি দেয়ার উদ্দেশ্যে নয়, বরং আচরণ পরিবর্তন ও তাদের জবাবদিহির আওতায় আনার জন্য।


বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, র‌্যাব একটি এলিট ফোর্স। র‌্যাবকে বিশেষ কিছু দায়িত্ব আমরা দিয়ে থাকি। র‌্যাব তার নীতিমালা অনুযায়ী কাজ করে থাকে। আমাদের কাছে যে রিপোর্ট (যুক্তরাষ্ট্রের প্রতিবেদন) এসেছে, সেগুলো স্টাডি (পর্যালোচনা) করছি। যদি কারও ইনভলভমেন্ট (সম্পৃক্ততা) থাকে, সেগুলো আমরা দেখছি। যুক্তরাষ্ট্র যে রিপোর্ট দিয়েছে, এগুলো চেক করে দেখছি। এগুলোতে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখব।


পুলিশ বা র‌্যাব সদস্যরা কোনো অপরাধ করলে তাঁকে ছাড় দেয়া হয় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের জানা উচিত, এখন যারা অন্যায় করছেন, র‌্যাব বা পুলিশ যেই হোক, অপরাধমূলক কর্মকা- করলে শাস্তির আওতায় আনা হচ্ছে। আজকে আপনারা জেলখানায় গিয়ে দেখেন, কত পুলিশ বা র‌্যাব সদস্য জেল খাটছেন। আমরা কিন্তু ছাড় দিচ্ছি না।


এর আগে মানব পাচার নিয়ে আয়োজিত গবেষণা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার বিশ্বব্যাপী সমস্যা। ভুক্তভোগীদের যারা পাচার করেছে তাদের শাস্তির মুখোমুখি এনে এ সমস্যার সমাধান করতে চাই। ২০১২ সালে আইন তৈরি করা হয়েছে। কমিটিও গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীতে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলেও তিনি জানান।


গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। র‌্যাবের সাবেক ডিজি হিসেবে পুলিশের সদ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদও নিষেধাজ্ঞার মধ্যে পড়েন। আবার র‌্যাবের সদ্য সাবেক ডিজি ও বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপরও একই নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেই সম্প্রতি জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান বেনজীর আহমেদ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বেনজীর আহমেদসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ