Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি শিক্ষার্থী বুলবুল হত্যাঃ লোকপ্রশাসন বিভাগে ক্লাস-পরীক্ষা স্থগিত

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ৮:৩৫ পিএম

নিজ ক্যাম্পাসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী বুলবুল আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে আগামী ৪ আগস্ট পর্যন্ত মোট ১০দিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিভাগটি।

বুলবুল মারা যাওয়ার ঘটনায় শোকবিহ্বল শিক্ষার্থীরা ক্লাসের জন্য মানসিকভাবে অপ্রস্তুত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা তাসনিম বলেন, বুলবুলের অকালমৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার সহপাঠীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় তারা বিভাগীয় প্রধানকে জানিয়েছে, তারা ক্লাস-পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত না। তারা ১০ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার আবেদন জানিয়েছে। বুলবুলের মৃত্যুর পরদিন লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের ভাইভা ও বিভাগে কোনো ক্লাস নেওয়া হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা স্থগিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ