Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্থগিত হলো মাদ্রাসা শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৭:৫৩ পিএম

দেশে করোনার (কোভিড-১৯) ঊর্ধ্বগতিতে ৫ এপ্রিল থেকে সাত দিনের বিধিনিষেধ চলছে। এ অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবাসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে ‌সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয় যে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ১৪তম ও ১৬তম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী, স্টোরকিপার, ডেটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারীর শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্য করণে স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ ও সূচি পরে জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিয়োগ পরীক্ষা স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ